আইপিও (IPO) কি?
বিনিয়োগবার্তা ডেস্ক: ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের সংক্ষিপ্ত রূপ হলো আইপিও। এর অর্থ প্রাথমিক গণপ্রস্তাব।
যখন কোন কোম্পানি জনগণের কাছে মালিকানার অংশবিশেষ বিক্রি করার জন্য প্রস্তাব দেন তাকে আইপিও বলা হয়।
বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার জন্য আইপিও একটি আন্তর্জাতিক পদ্ধতি।
আমাদের দেশে সাধারণত উদ্যোক্তাগণ নিজেদের পুঁজি ও ব্যাংক লোন নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেন। পরবর্তি পর্যায়ে ব্যবসা বাড়ানের জন্য ব্যাংক লোনে না গিয়ে সাধারণ জনগনের নিকট আংশিক মালিকানা বিক্রয় করেন।
পাবলিক লিমিটেড কোম্পানি যে প্রক্রিয়ার মাধ্যমে ইচ্ছুক জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করে তাকে আইপিও বলে। আইপিও’কে প্রাইমারি মার্কেট নামেও অভিহিত করা হয়।
আমাদের দেশে ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং কোম্পানির অধিকাংশই একটি নির্দিষ্ট সময়ের পরে পাবলিকের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ মালিকানা ভাগাভাগি করে নিবেন এই শর্তে লিখিতভাবে অঙ্গিকার করে সরকার থেকে ব্যাংক অথবা বীমা লাইসেন্স পেয়ে থাকেন। তুলনামুলকভাবে আমাদের দেশে আইপিও’তে ঝুঁকি কম। আইপিও’তে কোম্পানিগুলোর চাহিত টাকার কয়েকগুন বেশি আবেদন জমা পরে। ফলে লটারির মাধ্যমে বরাদ্দ নির্ধারন করা হতো। এখন নতুন প্রোরোটা পদ্ধতিতে আইপিওতে শেয়ার বরাদ্দ দেওয়ার পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এরফলে আবেদনকারীদের মধ্যে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।
(ডিএফই/এসএএম/২৮ জুন, ২০২১)