রোনালদোর জোড়া গোলে শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পর্তুগিজ স্ট্রাইকার রোনালদোর জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ২০১৬-২০১৭ মৌসুমের শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ।

শনিবার রাতে ওয়েলসের কার্ডিফে ৪-১ গোলে ইতালির ক্লাব জুভেন্টাসকে হারিয়ে এ শিরোপার স্বাদ পেলো জিনেদিন জিদানের শিষ্যরা।

খেলা শুরুর ২০ মিনিটেই লা লিগার শিরোপাধারীরা এগিয়ে যায় সিআর সেভেনের গোলে। দানি কারভাহালের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে কোনাকুনি শট নেন রোনালদো। বল জাড়ায় জালে।

তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি জিদান শিষ্যরা। ২৭ মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান মারিও মানজিকিচ। হিগুয়েন ডি বক্সের একটু বাইরে বল পেয় পাস করেন পাশেই থাকা মানজুকিচকে। অসাধারণ ভলিতে বল পিক করে ওভারহেড কিকে বল রিয়ালের জালে জড়ান। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ এ বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আক্রমণ অব্যাহত রাখে মাদ্রিদ। ৬১ মিনিটে ফের লিড নেয় রিয়াল। ডি-বক্সের অনেক বাইরে থেকে কাসেমিরোর শট সামি খেদিরার পায়ে লেগে জালে জড়ায়।

৬৪ মিনিটে ব্যবধান আরো বাড়ান রোনালদো। তুলে নেন নিজের দ্বিতীয় গোল। এতে চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসির ১১ গোল ছাড়িয়ে যান রোনালদো। তার গোল সংখ্যা দাঁড়ায় ১২টি।

এ গোলের পরেই রিয়ালের জয় অনেকটা নিশ্চিত হয়। এরপর আর ম্যাচে খুঁজে পাওয়া যায়নি জুভেন্টাসকে। শেষ মুহূর্তে মার্কো আসেনসিয়ো গোল করে ব্যবধান ৪-১ করেন। ৮২ মিনিটে ইসকোর পরিবর্তে মাঠে নামেন আসেনসিয়ো। ৮ মিনিটেই বাজিমাত করেন তরুণ তুর্কী।

১৯৯২-৯৩ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগ নামকরণ করার পরের দুই যুগে কোনো দলই পর পর দুইবার এ ট্রফি জিততে পারেনি। তবে রিয়াল এ কাজটি সম্ভব করলো। ১৯৫৮ সালের পরের ৫৮ বছরে রিয়াল মাদ্রিদ আটবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে। তবে এই প্রথম টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে শিরোপা জিতলো।

(এমআইআর/ ০৪ জুন ২০১৭)


Comment As:

Comment (0)