Parliament Secretariate

সবাইকে এক লক্ষ্যে কাজ করে যেতে হবে: চুমকি

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ‘আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, দেশের ঐতিহ্যবাহী এ রাজনৈতিক সংগঠনটির বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। আমাদের সবার লক্ষ্যও এক।’

গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপকমিটির উদ্যোগে যৌথ মতবিনিময় সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারী নূর-ই-আলম চৌধুরী।

বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বলেন, নারীদের সাফল্যের পেছনে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য দিক নির্দেশনা ও অক্লান্ত পরিশ্রম। দলমত নির্বিশেষে সবাইকে যার যার জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের মোট অর্ধেক জনসংখ্যা নারী, তাই নারীদের পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

মেহের আফরোজ চুমকি আরও বলেন, দেশের প্রতি নিবেদন রেখে দলের কর্মীদের এগিয়ে যেতে হবে। আগামী দিনে দলের কর্মীরাই দেশের হাল ধরবে, জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে উন্নত দেশের কাতারে নোঙর করাতে হবে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক সুলতানা শফি ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং মহিলা শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

(ডিএফই/১৯ সেপ্টেম্বর, ২০২১)


Comment As:

Comment (0)