হাইকোর্টের রায়
অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সমবায় সমিতি বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ সারাদেশের অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সমবায় সমিতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ব্যারিস্টার সুমনের করা এক রিটের শুনানি শেষে সোমবার (২৭ সেপ্টেম্বর) এ নির্দেশ দেন আদালত।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে ৪৫ দিনের মধ্যে সারা দেশের সুদ কারবারিদের তালিকা করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা করার সময় কারও নাম পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া, অননুমোদিত ক্ষুদ্র ঋণ বিতরণ প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক বন্ধ করতে বলেছেন আদালত।
বিনিয়োগবার্তা/এসএএম