ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু
বিমসটেক সদস্য দেশগুলোকে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আহ্বান ঢাকার
ডেস্ক রিপোর্ট: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলছে ২৫তম বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলন।
বুধবার (২ এপ্রিল) শুরু হওয়া এ সম্মেলন চলবে শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত। এতে যোগ দিতে আজ ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিকে বিমসটেকের সব সদস্যরাষ্ট্রকে বাণিজ্যসংক্রান্ত ছয়টি মৌলিক চুক্তি সময়মতো চূড়ান্ত করতে পূর্ণ সহযোগিতা দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার এক মিডিয়া ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানান, বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ব্যাংকক যাবেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে।
খলিলুর রহমান জানান, বিমসটেক সম্মেলন ২০২৫ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে। সেগুলো হলো বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; নিরাপত্তা; কৃষি ও খাদ্য নিরাপত্তা; জনগণের মধ্যে সংযোগ; বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং কানেক্টিভিটি। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্যরাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেই সঙ্গে তিনি সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।’
এদিকে বিমসটেক সম্মেলনের প্রথম দিন সব সদস্যরাষ্ট্রকে বাণিজ্যসংক্রান্ত ছয়টি মৌলিক চুক্তি সময়মতো চূড়ান্ত করতে পূর্ণ সহযোগিতা দেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। ছয়টি অমীমাংসিত চুক্তি হলো বিমসটেক মুক্তবাণিজ্য অঞ্চলের কাঠামো চুক্তির পণ্য, উৎপত্তির নিয়ম, শুল্ক বিষয়ে পারস্পরিক সহায়তা, বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ও প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা, বিনিয়োগ ও পরিষেবায় বাণিজ্য।
ব্যাংককে ২৫তম বিমসটেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভায় (এসওএম) পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য এফটিএ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সভায় জসীম উদ্দিন ‘ব্লু অর্থনীতিসহ বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন’ শীর্ষক একটি বিবৃতি দেন, বাংলাদেশ যার নেতৃত্ব দিচ্ছে।
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের আগে বিমসটেক এসওএমের ২৫তম অধিবেশন শুরু হয়। বৈঠকে বিমসটেক সেন্টার ফর ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এবং বিমসটেক সেন্টার অব এক্সিলেন্স অন ট্রপিক্যাল মেডিসিনসহ বিমসটেক সেন্টার সম্পর্কিত ফলাফল বিবেচনা করা হয়। আজ অনুষ্ঠেয় ২০তম বিমসটেক মন্ত্রিপর্যায়ের বৈঠকের খসড়া অস্থায়ী এজেন্ডা এবং খসড়া প্রতিবেদন নিয়েও ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চূড়ান্ত করেছেন। বৈঠকে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া অস্থায়ী এজেন্ডা এবং খসড়া ঘোষণা চূড়ান্ত করা হয়।
রাজধানী ঢাকায় বিমসটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ২৬তম সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। আর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমসটেক রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//