undefined

২০১০ সাল থেকে সরকারি-বেসরকারি খাতে ধারাবাহিক ঋণ প্রবৃদ্ধি

বিআইবিএম -এ অনুষ্ঠিত ‘ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিষয়ক’ অনলাইন কর্মশালা উদ্বোধন করেছেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল ।

(সোমবার ) ১১ অক্টোবর বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) -এ ‘ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিষয়ক’ শীর্ষক  এই অনলাইন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এ উদ্বোধন করেন তিনি ।

প্রধান অতিথির বক্তব্য তিনি  বলেন, ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে সরকারি-বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি ছিল। এ সময়ের মধ্যে মূলত সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বেশি ছিল। তবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি করোনা মহামারির মধ্যে কিছুটা কমেছে।

 এ সময়ে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা সিএফএ। 

বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী। গবেষণা দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা সিএফএ, বিআইবিএমের সহযোগী অধ্যাপক অতুল চন্দ্র পন্ডিত, বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মো: মোশাররেফ হোসেন; বিআইবিএমের সহকারী অধ্যাপক তাহমিনা রহমান এবং সোনালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোরশেদুল কবির।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা; বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আলী হোসেন প্রধানিয়া; রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ-উল্লাহ আল মাসুদ; সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ এবং ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক।

সমাপনী বক্তব্যে বিআইবিএম-এর মহাপরিচালক ড. মোঃ আখতারুজ্জামান বলেন, যেসকল সুপারিশ এবং মন্তব্য আসছে তা গবেষণা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। যা বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 


বিনিয়োগবার্তা/এসআর / 


Comment As:

Comment (0)