এসিআই পাওয়ার টিলারের আয়োজনে “গিয়ার আপ মিট- ২০২১” সম্পন্ন
সম্প্রতি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসিআই পাওয়ার টিলার ডিলারদের মিলনমেলা। সারাদেশ থেকে পাওয়ার টিলার ও ডিজেল ইঞ্জিন ডিলারগণ এই “গিয়ার আপ মিট”-এ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস। তিনি ডিলারদের উদ্দেশ্যে তাদের ব্যবসায় সম্প্রসারণের কর্মপরিকল্পনা প্রদান করেন।
এছাড়াও এসিআই মটরসের ডিরেক্টর- সেলস আজম আলী ডিলারদের উদ্দেশ্যে আসন্ন মৌসুমে ব্যবসায় প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, এবং পাওয়ার টিলার মার্কেটিং টিম থেকে বিভিন্ন ব্যবসায়িক গাইডলাইন দেয়া হয়।
এছাড়াও ২০২০-২১ অর্থবছরের সেরা ৬ জন ব্যবসায়িক সাফল্য অর্জনকারী ডিলারকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
বিনিয়োগবার্তা/এসএএম//