সিঙ্গাপুরে আইসিএমএবি ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম
নিজস্ব প্রতিবেদক: আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল (ডিবিসি) ও এশিয়ান ইনস্টিটিউশন অব টেকনোলজি (এআইটি) এক্সটেনশন, থাইল্যান্ড যৌথভাবে “সাসটেইনেবল বিজনেস গ্রুথ ইন পোষ্ট প্যানডেমিক এরা: হোয়াই সোড লিডারস কেয়ার?” বিষয়ে ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম ২০২২ আয়োজন করেছে।
শনিবার সিঙ্গাপুরে এক হোটেলে ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনা ও সেশন পরিচালনা করেন এআইটি এক্সটেনশনের নির্বাহী পরিচালক ডক্টর ক্রিস্টোফার জে. গার্নিয়ার ও উপ-নির্বাহী পরিচালক স্যাম হান্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্স-ইনডেক্স কোম্পানির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট এবং ইনডেক্স গ্রুপ অব কোম্পানিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ এফসিএমএ।
প্রোগ্রাম সেশনে কস্ট অ্যান্ট ম্যানেজমেন্ট আকাউন্ট্যান্টগন (সিএমএ) মহামারী পরবর্তীতে নেতৃত্বের দক্ষতা কিভাবে প্রতিষ্ঠানে টেকসই উন্নয়ন বৃদ্ধিতে অবদান রাখতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়। আইসিএমএবি’র ৬৫ জন ফেলো ও এসোসিয়েট সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসির চেয়ারম্যান ও বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেডের সিইও ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন এফসিএমএ ।
বিনিয়োগবার্তা/কেএইচকে//