বিক্রিতে রিয়েলমি সি৩৩ রেকর্ড গড়লো দারাজ ১১.১১ ক্যাম্পেইনে
নিজস্ব প্রতিবেদক: দারাজ ১১.১১ ক্যাম্পেইন উপলক্ষে রিয়েলমি আয়োজন করে ‘ইচ্ছা পূরণের দিন’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন। ঐ দিন স্মার্টফোন বিক্রিতে অবিস্মরণীয় রেকর্ড গড়েছে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।
১১ নভেম্বর দারাজ ক্যাম্পেইনে দ্রুততম সময়ে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের রেকর্ড করেছে এন্ট্রি লেভেলে একমাত্র ৫০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন রিয়েলমি সি৩৩। রিয়েলমি’র ইচ্ছা পূরণের দিন ক্যাম্পেইন উপলক্ষে মোট ৩ হাজার রিয়েলমি সি৩৩ স্মার্টফোন বিক্রি করে এ রেকর্ড গড়েছে রিয়েলমি। রিয়েলমি সি৩৩ স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিকঃ https://www.realme.com/bd/realme-c33
তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে রিয়েলমি সি৩৩ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে। এর মনোমুগ্ধকর বাউন্ডলেস সি ডিজাইন তরুণদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ৬.৫ ইঞ্চির ডিসপ্লে ও ৮.৩ মিলিমিটার আলট্রা-স্লিম বডির সাথে চমৎকার বাউন্ডলেস সি ডিজাইন এই ফোনকে করেছে অনেক বেশি ট্রেন্ডি ও ফ্যাশনেবল। এছাড়া, মাইক্রন-লেভেল প্রসেসিং ও লিথোগ্রাফির সাহায্যে তৈরি করা ডাইন্যামিক ভিজ্যুয়াল লাইট এফেক্ট এই ফোনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ফটোপ্রেমীদের জন্য এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেলের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত ক্যামেরা, যার ফলে খুব সহজেই তোলা যাবে আরও উজ্জ্বল ও মনোমুগ্ধকর ছবি। নিরবচ্ছিন্ন ভিডিও ও কনটেন্ট ভিউয়িং অভিজ্ঞতা নিশ্চিত করতে আছে ৫,০০০ এমএএইচ সুবিশাল ব্যাটারি। সাথে থাকছে আলট্রা ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সুপার ফাস্ট ইউএফএস ২.২ স্টোরেজ সিস্টেম।
অ্যাকুয়া ব্লু এবং নাইট সি এই দারুণ দুইটি রঙে বাজারে এসে তরুণদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রিয়েলমি সি৩৩।
রিয়েলমি:
ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রির রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিনিয়োগবার্তা/ডিএফই//