বিজিএমইএর ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেলেন ৬ আলোকচিত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রথমবারের মতো ৬ জন আলোকচিত্রীকে (ফটোগ্রাফার) সৃজনশীলতা দিয়ে বাংলাদেশের মনোমুগ্ধকর সৌন্দর্য ক্যামেরায় ধারণ করার জন্য “মেইড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড” সম্মাননায় ভূষিত করেছে।
সুলতান আহমেদ নিলয়, সালাহউদ্দিন আহমেদ এবং মোঃ আসকার ইবনে ফিরোজ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড জিতেছেন এবং এস এম ইউসুফ শরীফ, সজিব কর্মকার এবং মুহাম্মদ এমদাদ হোসেন রানার আপ হয়েছেন।
বুধবার (১৬ নভেম্বর ২০২২) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বিজিএমইএ আয়োজিত এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।
স্থানীয় আলোকচিত্রীদেরকে ক্যামেরায় বাংলাদেশের অপার সৌন্দর্য ধারন করে তা দেশে-বিদেশে প্রদর্শনে উৎসাহিতকরণে এবং বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে ফটোগ্রাফারদের অবদানকে স্বীকৃতি দিতে বিজিএমইএ “মেইড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড” প্রবর্তন করেছে।
১২ থেকে ১৮ নভেম্বর ২০২২, বিজিএমইএ আয়োজিত "মেইড ইন বাংলাদেশ উইক” এর ছত্রছায়ায় এই বিশেষ ইভেন্ট, আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ফটোগ্রাফি প্রতিযোগিতায় তিনটি বিভাগে জমা দেয়া শতাধিক আবেদন থেকে বিজয়ীদের বেছে নেয়া হয়েছে। তিনটি বিভাগ হলো ১) সংস্কৃতি এবং ঐতিহ্য, ২) শিল্প এবং অর্থনীতি এবং ৩) মানুষ এবং ল্যান্ডস্কেপ। বিজয়ী শটগুলোতে বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য, মানুষ এবং প্রাকৃতিক সৌন্দর্য্য চিত্রিত হয়েছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, “বাংলাদেশের রয়েছে অপার প্রাকৃতিক সৌন্দর্য, গৌরবময় ইতিহাস, সমৃদ্ধময় সংস্কৃতি ও ঐতিহ্য। সুন্দরবন থেকে বান্দরবান, নদী থেকে বন, পাহাড় থেকে সমতল - যেখানেই যান না কেন, এই সুন্দর দেশটির আপনাকে বিমোহিত করার মতো অনেক কিছুই রয়েছে। এই ফটোগ্রাফি প্রতিযোগিতার মাধ্যমে, আমরা আলোকচিত্রীদেরকে সেই মুহূর্ত, দৃশ্য এবং চিত্রগুলো ক্যাপচার করতে উৎসাহিত করতে চাই, যা বাংলাদেশকে নিয়ে আমাদের গর্ব করার যৌক্তিকতা প্রমান করে এবং যা “মেইড ইন বাংলাদেশ”-কে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ ব্র্যান্ড করে তুলেছে।"
বিনিয়োগবার্তা/ডিএফই//