সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিল বিকন ফার্মা
বিনিয়োগবার্তা ডেস্ক: বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন ক্যান্সার ও রক্ত রোগ বিশেষজ্ঞরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নুরুন্নাহার করিম জাতীয় নারী ফুটবল দলকে সম্মাননা স্মারক হিসেবে ১০ লাখ টাকার চেক প্রদান করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও নারী ফুটবল দলের সহঅধিনায়ক মারিয়া মান্ডা চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়। আরো উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এসএম মাহমুদুল হক পল্লব ও অন্য কর্মকর্তারা।
আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিকন ফার্মাসিউটিক্যালস ক্যান্সার ও রক্ত রোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো, জার্সি ও ট্রফি উন্মোচিত হয়। বিজ্ঞপ্তি।
বিনিয়োগবার্তা/এসএএম//