১৫,০০০ তরুণদের উপস্থিতি
রিয়েলমির সহযোগিতায় ‘নভেম্বর রেইন’ কনসার্ট
নিজস্ব প্রতিবেদক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, তারুণ্যের পছন্দকে সবসময়ই প্রাধান্য দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ১৫,০০০ হাজারেরও বেশি তরুণদের উপস্থিতিতে রিয়েলমি’র সহযোগিতায় ঢাকার আইসিসিবি’তে (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা) অনুষ্ঠিত হল নভেম্বর রেইন কনসার্ট।
এসময় কনসার্টে সংগীত আয়োজন উপভোগের পাশাপাশি রিয়েলমি প্যাভিলিয়নে ছিল তরুণদের সরব উপস্থিতি। বাজারে নতুন আসা রিয়েলমি সি৩৩ এক্সপেরিয়েন্স করে দেখার পাশাপাশি দারুণ সব উপহার জিতে নিয়েছেন অংশগ্রহণকারীরা।
তরুণদের প্রতিভা বিকাশের জন্য এরই মধ্যে “রিয়েলমি হাসল” প্লাটফর্মের উদ্বোধন করেছে রিয়েলমি। যার মাধ্যমে সম্প্রতি দেশ থেকে তরুণ র্যাপারদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছে রিয়েলমি।
এরই অংশ হিসেবে অনুষ্ঠিত নভেম্বর রেইন কনসার্টে তরুণদের সংগীত উপভোগের পাশাপাশি দারুণ সব স্মার্ট ডিভাইস এক্সপেরিয়েন্স করার সুযোগ করে দেয় রিয়েলমি।
সংগীতের পাশাপাশি, তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে নতুন আসা মুভি। আর সেটা যদি হয় মার্ভেলের ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার তাহলে তো কথাই নেই। মুভিটির গ্লোবাল প্রিমিয়ারের দিনে দেশে স্টার সিনেপ্লেক্সের সাথে যৌথ ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি।
যেখানে স্টার সিনেপ্লেক্সের ঢাকার হলগুলোতে ছবি দেখার পাশাপাশি রিয়েলমি সি৩৩ খুঁজে পাবেন তরুণ দর্শকেরা। সাথে থাকছে স্টার সিনেপ্লেক্সের কুইজ কনটেস্টে অংশ নিয়ে রিয়েলমি সি৩৩ জিতে নেওয়ার সুযোগ।
পাশাপাশি, রিয়েলমি ফ্যানরা পাচ্ছেন ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার ছবিটি উপভোগের সুযোগ। বিস্তারিত জানতে ভিজিট: https://cutt.ly/realme_StarCineplex
বাজারে নতুন আসা রিয়েলমি সি৩৩ স্মার্টফোনটি তরুণদের পছন্দকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে। এর মনোমুগ্ধকর বাউন্ডলেস সি ডিজাইন তরুণদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ৬.৫ ইঞ্চির ডিসপ্লে ও ৮.৩ মিলিমিটার আলট্রা-স্লিম বডির সাথে চমৎকার বাউন্ডলেস সি ডিজাইন এই ফোনকে করেছে অনেক বেশি ট্রেন্ডি ও ফ্যাশনেবল।
এছাড়া, মাইক্রন-লেভেল প্রসেসিং ও লিথোগ্রাফির সাহায্যে তৈরি করা ডাইন্যামিক ভিজ্যুয়াল লাইট এফেক্ট এই ফোনকে করেছে আরও বেশি আকর্ষণীয়। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত ক্যামেরা, যার ফলে ছবি হবে আরও নিখুঁত ও ঝকঝকে।
নিরবচ্ছিন্ন ভিডিও ও কনটেন্ট দেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। সাথে রয়েছে আলট্রা ফাস্ট সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও সুপার ফাস্ট ইউএফএস ২.২ স্টোরেজ সিস্টেম। বিস্তারিত জানতে ভিজিটঃ https://www.realme.com/bd/realme-c33
বিনিয়োগবার্তা/এমআর//