ঈদুল ফিতর উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

দিনাজপুর প্রতিনিধি, বিনিয়োগবার্তা: দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিবি-বিএসএফ মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলারের নিকট ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী ভারতের পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ধর্মেন্দ্র সিংয়ের হাতে মিষ্টি তুলে দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। পরে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি ও ফল উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সিকদার ও পোস্ট কমান্ডার নায়েক শাহজাহান আলী, ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি সুরেশ কুমার, চেকপোস্ট কমান্ডার বেদেন্ত সিংসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয়দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ আয়োজন। এ আয়োজনের মধ্য দিয়ে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে।

(এমএ/এসএএম/ ২৬ জুন ২০১৭)


Comment As:

Comment (0)