খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩, আহত আরও ১৬ জন

খাগড়াছড়ি প্রতিনিধি, বিনিয়োগবার্তা: খাগড়াছড়ির গুইমারা উপজেলার কালাপানি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ১৬ জন।

বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বাসটি গুইমারা উপজেলার কালাপানি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন-মাটিরাঙার খেদাছড়ার রিপন নেসা (২৪), তার শিশু কন্যা জান্নাতুল ফেরদৌস ও হাফছড়ির বাসিন্দা তারিকুল ইসলাম (২০)।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গুইমারাথানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাফিকুল ইসলাম জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী এম এ মোরশেদ পরিবহন নামক বাসটি কালাপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসে নিচে চাপার পড়ে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারায়। সেনা ও পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন বাসটিকে উল্টে নিহত ও আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

(এসএএম/ ২৮ জুন ২০১৭)


Comment As:

Comment (0)