Priyanka Nick

প্যারিস ফ্যাশন সপ্তাহে নিক-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: ফ্রান্সের প্যারিস ফ্যাশন সপ্তাহে অংশ নিয়ে সবার নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া। ৫ মার্চ ফ্যাশন গালায় এই অভিনেত্রীর পাশে ছিলেন তার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস।

ফ্যাশন উইকের আসরে এই দম্পতির বেশ কয়েকটি ছবি এবং ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে৷ যেখানে নিক এবং প্রিয়াঙ্কার কেতাদুরস্ত ফ্যাশনের পাশাপাশি চোখে পড়েছে তাদের সম্পর্কের রসায়নও।

প্যারিস ফ্যাশন সপ্তাহ ২০২৩-এর জন্য প্রিয়াঙ্কা একটি ডিপ নেকলাইনের উজ্জ্বল গোলাপি কাফতানের মতো পোশাক বেছে নিয়েছিলেন। আর নিকের পরনে ছিল ধূসর থ্রি পিস স্যুট। প্যারিস ফ্যাশন সপ্তাহে যেন তারা ছিলেন একে অপরের পরিপূরক।

ভ্যালেন্টিনো উইমেনসওয়্যার ফল উইন্টার ২০২৩-২০২৪-এর শোতে নিক এবং প্রিয়াঙ্কার রসায়ন তাদের লাইমলাইটে নিয়ে আসে। ইভেন্টের ছবিগুলোতে দুজনকে সবসময় একে-অপরের সঙ্গ দিতে দেখা গেছে যা সত্যিই অসাধারণ৷

অনুষ্ঠানে পৌঁছানো থেকে শুরু করে রেড কার্পেটে একসঙ্গে পোজ দিয়ে ছবি তোলা, মিডিয়ার সামনে নিজেদের আরও আকর্ষণীয় করে তোলা, সব ক্ষেত্রেই ধরা পড়েছে নিক-প্রিয়াঙ্কার সুন্দর সম্পর্কের রসায়ন৷

একটি ছবিতে প্রিয়াঙ্কাকে হাসতে দেখা যাচ্ছে, কারণ নিক তার কোমর ধরে রাখার সময় তার কানে মজার কিছু কথা ফিসফিস করে বলছেন মনে হচ্ছে। ফ্যাশন সপ্তাহের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে যে, নিক আবেগঘন দৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে রয়েছেন৷ প্রিয়াঙ্কার দৃষ্টিও নিকের দিকে৷

প্রিয়াঙ্কা চোপড়াকে সামনে রোমান্টিক এবং কমেডি নির্ভর সিনেমা ‘লাভ এগেইন’ এ স্যাম হিউহানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)