ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৮৭ কোম্পানির ১৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৪৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯৬ কোটি ২৯ লাখ টাকা।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটি ১১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। রবিবার কোম্পানিটি ২২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ২৫ লাখ, বিকন ফার্মা ১ কোটি ৪৯ লাখ, বেক্সিমকো ১ কোটি, এমারেল্ড অয়েল ৪ কোটি ৯৯ লাখ, গ্রামীণফোন ২ কোটি ৫৯ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ৪৭ লাখ, লুবরেফ বিডি ৩ কোটি ১ লাখ, মীর আখতার ১ কোটি ৭ লাখ, আরডি ফুড ১ কোটি ২৫ লাখ, সাইফ পাওয়ারটেক ৬ কোটি ৫০ লাখ, সী পার্ল বীচ ৭ কোটি ৬৩ লাখ ও ইউনিয়ন ইন্স্যুরেন্স ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদন করেছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//


Comment As:

Comment (0)