বিএসইসির বিনিয়োগ শিক্ষা

ডিএসইকে হিমাদ্রির লেনদেন তদন্তের নির্দেশ বিএসইসির

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের হিমাদ্রি লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, হিমাদ্রির শেয়ার দর অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল হতে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের উপর এই তদন্ত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বিএসইসি। গত ৩০ আগস্ট ডিএসইকে তদন্ত করতে বিএসইসি নির্দেশ দিয়েছে। বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে পত্র মারফত ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ার দর ছিল ৩৮.৮০ টাকা। আর ২৯ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ৩ হাজার ৬৯.২০ টাকায় দাঁড়ায়। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর ৩ হাজার ৩০.৪০ টাকা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।

বিনিয়োগবার্তা/কেআর//


Comment As:

Comment (0)