রাজধানীতে স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু ৩ আগস্ট

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিভিন্ন ব্র্যান্ডের নিত্যনতুন মডেলের স্মার্টফোন, ট্যাব ও সর্বশেষ প্রযুক্তির মোবাইল এক্সেসরিজ নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) স্মার্টফোন ও ট্যাব মেলার আয়োজন করতে যাচ্ছে এক্সপো মেকার। ৩ আগস্ট শুরু হয়ে ৩ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

মেলার আয়োজক এক্সপো মেকার এ তথ্য জানায়।

আয়োজক প্রতিষ্ঠানটি জানায়, এই মেলাটিতে নামিদামি সব দেশি-বিদেশি স্মার্টফোন ব্র্যান্ড অংশ নেবে। সঙ্গে থাকবে ব্র্যান্ডগুলোর নানান অফারসহ ডিসকাউন্ট ও উপহার।
অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলা বেশ বড় পরিসরে আয়োজন করা হচ্ছে বলেও জানায় তারা।

(এসএএম/ ০৫ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)