হৃদয়ে আমার বাংলাদেশ 2

লন্ডনে বাংলাদেশি পিঠা ও সাংস্কৃতিক উৎসব ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঐতিহ্যবাহি পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ২৬ অক্টোবর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে দিনব্যাপি এ অনুষ্ঠানটি উদযাপন করা হবে। এ অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে যুক্তরাজ্যের আইওএন টিভি ও সাপোর্টিং পার্টনার হিসেবে কাজ করছে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিনিয়োগবার্তা ডট কম। 

আর এ অনুষ্ঠানটির আয়োজন করতে যাচ্ছে দেশটিতে বসবাসরত বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন `হৃদয়ে আমার বাংলাদেশ`। 

`হৃদয়ে আমার বাংলাদেশ` এর প্রতিষ্ঠাতা এবং পিঠা উৎসব ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আব্দুল মতিন মিয়া বিনিয়োগবার্তাকে বলেন, আমাদের এই সংগঠনটি লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের অত্যন্ত জনপ্রিয় একটি সামাজিক সংগঠন। সংগঠনটি লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের সমন্বয়ে সবসময়ই বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বড় পরিসরে পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

তিনি জানান, যুক্তরাজ্যে বাংলাদেশের মান্যবর হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০ জনকে গুনীজন সম্মাননা প্রদান করা হবে। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ধরনের স্টল থাকবে যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহি পোশাক, তাঁত ও মসলিন শাড়ি, নানা রকমের পিঠা এবং বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদর্শন করা হবে।

আব্দুল মতিন মিয়া বলেন, অনুষ্ঠানে শিশুদের জন্য গল্প, কবিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। ইতোমধ্যে কমিউনিটির সকলকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আগ্রহীদেরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বালাদেশ থেকে খ্যাতিমান শিল্পিদের আনা হবে। এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত শিল্পিরাও অনুষ্ঠানে তাদের পারফরমেন্স দেখাবেন।

সবমিলিয়ে আমাদের এ অনুষ্ঠানটি অত্যন্ত জাকজমকপূর্ণ একটি অনুষ্ঠানে পরিণত হবে-যোগ করেন তিনি।

বিনিয়োগবার্তা/শামীম//


Comment As:

Comment (0)


Loading...