Mobile Game Microsoft 121223

মোবাইল গেমস্টোর তৈরি করছে মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অ্যাপল ও গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে মোবাইল গেমিং স্টোর তৈরি করছে মাইক্রোসফট। অন্যান্য স্টোরে গেম ডেভেলপারদের কাছ থেকে অতিরিক্ত কমিশন গ্রহণ করা হলেও মাইক্রোসফট এখানে ছাড়ের সুবিধা দেবে বলে সূত্রে জানা গেছে। খবর গ্যাজেটস নাউ।

এক্সবক্সের প্রধান ফিল স্পেন্সার আসন্ন স্টোর সম্পর্কে বিশদ জানিয়েছেন। তিনি জানান, মাইক্রোসফট স্টোর চালুর পরিকল্পনা নিয়ে অংশীদারদের সঙ্গে কথা বলছে। স্পেন্সারের আশা, গেমিং স্টোরটি শিগগিরই চালু করা সম্ভব হবে। এ পদক্ষেপ অ্যাপল ও গুগলের মোবাইল গেম স্টোরের আধিপত্য কমাবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। নতুন এ গেম স্টোর অন্য গেম প্লাটফর্মগুলোর জন্য নতুন একটি বিকল্প তৈরি করবে। স্পেন্সার বলেন, ‘বর্তমানে মোবাইল গেমের বাজারে ডেভেলপারদের কাছে কোনো বিকল্প নেই। মোবাইল গেমিংয়ের দিকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আগামী ১০-২০ বছর পর্যন্ত এক্সবক্স প্রাসঙ্গিক থাকবে।’

মাইক্রোসফট তার সাম্প্রতিক অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণ মামলায় মোবাইল স্টোর পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিল। তখন তারা নিয়ন্ত্রকদের জানিয়েছিল তারা গেম ডেভেলপার ও গেমারদের জন্য অ্যাপল এবং গুগল স্টোরের বিকল্প তৈরি করতে চায়। চলতি বছরের শুরুতে মাইক্রোসফট অ্যাক্টিভিশন কেনার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অ্যাক্টিভিশন এরই মধ্যে এপিক গেমসের সঙ্গে তার নিজস্ব অ্যাপ স্টোর তৈরির পরিকল্পনা করেছে। সুতরাং চুক্তিটি মাইক্রোসফটকে ৯ হাজার কোটি ডলারের মোবাইল গেমিং শিল্পে নিজেদের অবস্থান করতে সহায়তা করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এক্সবক্স মোবাইল স্টোরটি ডেভেলপার ও গেমারদের জন্য আরো প্রতিযোগিতামূলক পরিষেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)