সহজেই চিনে নিন আপনার ফেসবুক প্রোফাইল ভিজিটকারীদের

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ব্রেক আপ হয়ে গিয়েছে তিন মাস আগেই। তাও কি রোজ একবার করে এক্স-এর প্রোফাইল ভিজিট না করে থাকতে পারেন না? জানতে চান উনিও এভাবে আপনার প্রোফাইল দেখেন কিনা?

শুধু এক্স কেন, কে প্রোফাইল ভিজিট করল, কে রোজ করে, কে ছবি দেখেও লাইক করল না, তা জানতে প্রায় সকলেই আগ্রহী। মুখে স্বীকার না করলেও অনেকেই ভাবেন সত্যিই যদি জানা যেত!

এই ধাপগুলো মেনে আপনি সত্যিই জেনে যেতে পারেন কে আপনার প্রোফাইল ভিজিট করছে। তবে শুধুমাত্র ক্রোম এক্সটেনশনেই এই সুবিধা পাওয়া যাবে।

জেনে নিন ধাপগুলো

গুগল ক্রোম পেজে গিয়ে অ্যাড্রেস বার-এর একদম ডান দিয়ে লম্বালম্বি তিনেট ডট-এ ক্লিক করুন।

ড্রপ ডাউনে থেকে সেটিংসে যান।

বাঁ দিকে দেখতে পাবেন গেট মোর এক্সটেনশন। ক্লিক করুন।

সার্চে গিয়ে টাইপ করুন ফ্ল্যাটবুক। ক্রোমে অ্যাড করার অপশন ক্লিক করুন। নিজে থেকেই ডাউনলোড হয়ে যাবে এক্সটেনশন।

ফ্ল্যাটবুক ক্রোম এক্সটেনশনে ডাউনলোড করার পর ফেসবুক অ্যাকাউন্ট রিফ্রেশ করুন।

একটা নতুন থিম পাবেন। প্রোফাইল ভিজিটর লিস্টে গিয়ে দেখতে পাবেন কারা আপনার প্রোফাইল ভিজিট করেছে।

(এসএএম/ ০৯ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)