পথে হলো দেরী
বছর শেষে ইউটিউব ট্রেন্ডিংয়ে অপূর্বর নাটক
বিনোদোন ডেস্ক: বছর শেষে ভোজবাজির মতো যেন সবাইকে চমকে দিলো ‘পথে হলো দেরী’ নামের একটি নাটক। এভাবেও বলা যায়, গোটা বছর নাটকের বাজার নড়বড়ে হলেও বছর শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন অপূর্ব-তটিনী।
জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় গত ২৪ ডিসেম্বর দেড়ঘণ্টা ব্যাপ্তির এই বিশেষ প্রজেক্ট প্রকাশ হয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই দুদিনে এটি রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। ভিউ অতিক্রম করেছে ৫০ লাখ। তারচেয়ে বড় বিষয় দর্শক ও সমালোচক প্রতিক্রিয়া।
ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘর আর সমালোচকদের ফেসবুক পোস্ট প্রমাণ করে, বছরের সেরা কাজের স্বীকৃতি পেতে যাচ্ছে নাটকটি। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন সময়ের অন্যতম তরুণ অভিনেত্রী তটিনী। আরও আছেন মনোজ প্রামাণিক ও সালহা খানম নাদিয়া।
নাটকটি দেখার পর সোহেল রানা নামের এক দর্শকের প্রতিক্রিয়া এমন—‘নাটক তো এমনই হওয়া উচিত, যেখানে গ্রামের প্রকৃতি, কিছুটা রাগ- অভিমান, কিছুটা রোমান্টিক, কিছুটা দুষ্টুমি, কিছুটা বাস্তবতা, শেষে ভালবাসা, ভালবাসার মানুষকে ফিরে পাওয়া। এক কথায় নাটকটি অসাধারণ।’
ফয়সাল নামের একজন বলেন, ‘এখন সব ধরনের নাটক শহরকেন্দ্রিক হয়ে থাকে। এই নাটকটা পুরোপুরি ভিন্নধর্মী। প্রকৃতিকে ফুটিয়ে তোলার জন্য অসাধারণ হয়েছে।’
প্রসঙ্গত, সিএমভি’র রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যালে এই বিশেষ নাটকের পুরো শুটিং হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। যার ফলে গল্পের বাইরেও এটিকে ‘বিউটিফুল বাংলাদেশ’-এর অন্যতম স্মারকও বলা যেতে পারে।
আহমেদ রনি নামের এক দর্শক লেখেন, ‘২০২৩-এর শেষে এসে এমন একটা নাটক দেখতে পারব ভাবিনি। এত নিখুঁত অভিনয়। এই বছরের সেরা একটা নাটক।’
নাটকটির নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আমরা চেয়েছি বছর শেষে সবাই মিলে একটা মনের মতো প্রজেক্ট করতে। মনের মতো মানে, বেশিরভাগ সময়ে তো দর্শক চাহিদা বা ভিউ চিন্তা করে কাজ করতে হয়। তবে এবার আমরা অনেকগুলো মানুষ এক হয়েছি একটা নিজেদের মতো প্রজেক্ট করার। এই আমরা হলাম—আমি, শিল্পী ও প্রযোজক। তিন পক্ষ এক হয়েই কাজটি করেছি। এবং এটি করার জন্য আমরা যে পরিমাণ এফোর্ট দিয়েছি, সেটি দিয়ে এখন আর নাটক হয় বলে আমার মনে হয় না। দিনশেষে দর্শক ও সমালোচকদের পক্ষ থেকে যে প্রতিধ্বনি পাচ্ছি, তাতেই আমরা খুশি। এমন সাড়া পেলে সত্যিই মনে হয়, দেশে রুচিশীল দর্শকের সংখ্যা এখনও সর্বাধিক।’
‘পথে হলো দেরী’র মাধ্যমে ছোটপর্দার বড় নায়ক অপূর্বর পুনর্জন্ম হয়েছে বলেও মনে করছেন অনেকে। কারণ, চলতি বছরের প্রায় পুরোটাই সাদামাটা গেছে এই অভিনেতার। সেই হিসেবে বছর শেষের নাটকটি দিয়ে ফের জানান দিলেন নিজের তেজ। অভাবনীয় দর্শক সাড়া পেয়ে অপূর্ব বলেন, ‘আমরা কাজ করি তো দর্শক রায়ের জন্য। তাদের ভালো লাগা মানে আমরা পরীক্ষায় পাশ করেছি। এবং এটা দেখেছি আমি, একটি কাজে যখন টিমওয়ার্ক আর সততা থাকে; সেটাকে দর্শক মূল্যায়ন করবেই। এই কাজটিও তেমনই। ধন্যবাদ নির্মাতা জাকারিয়া সৌখিন, ধন্যবাদ প্রযোজক এসকে সাহেদ আলী, ধন্যবাদ তটিনী ও পুরো টিমকে।’
বিনিয়োগবার্তা/এআইএন//