ফেডারেশনের উদাসীনতায় এবার আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে না

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: ইওনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন চ্যালেঞ্জ টুর্নামেন্টটি গত কয়েক বছর ধরেই ঢাকায় নিয়মিত হচ্ছে । ব্যাডমিন্টন ফেডারেশনের উদাসীনতা ও অবহেলায় এবার আর এই টুর্নামেন্টটি ঢাকায় হচ্ছে না। সামনে ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন ভেন্যু বাতিল করেছে।

নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর নয় মাস আগে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন স্বাগতিক হতে ইচ্ছুক এরকম দেশকে আমন্ত্রণপত্র পাঠায়। আমন্ত্রণপত্র এবারও বাংলাদেশে এসেছিল। কিন্ত সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজিজ জিলানী ওই  ই-মেইল নাকি খুলেই দেখেননি । বাংলাদেশ থেকে কোন প্রতুত্তর না পেয়ে শেষ পর্যন্ত ভেন্যুটি সরিয়ে নিয়ে গেছে ব্যাডমিন্টনের সর্বোচ্চ সংস্থা। ডব্লুবিএফ এর ওয়েবসাইটে টুর্নামেন্ট সূচিতে বাংলাদেশের নাম নাই।

বর্তমান সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, ‘কীভাবে যে বলব বিষয়টা! সবাই আমাদের নিজেদের লোক। কিন্ত একজনের দায়িত্বহীনতার কারণে এখন আমাদের বিব্রত হতে হচ্ছে। তবে আমি দায়িত্ব নেওয়ার পরই ডব্লুবিএফের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি, মার্চ-এপ্রিলে আবার ঢাকায় এই টুর্নামেন্টের আয়োজন করতে পারব।’

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা বাবদ প্রতিবছর ফেডারেশনকে ১৫ হাজার ডলার বা প্রায় ১২ লাখ ১৮ হাজার টাকা ও অন্যান্য ক্রীড়া সরঞ্জাম দিত বিশ্বখ্যাত ব্র্যান্ড ইওনেক্স। স্বাভাবিকভাবেই এসব পাওয়া যাবে না। সব মিলিয়ে খেলোয়াড়েরা হতাশ।আন্তর্জাতিক অঙ্গনে ব্যক্তিগত র‌্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার একমাত্র সুযোগ এই টুর্নামেন্ট থেকেই পেয়ে থাকেন বাংলাদেশের খেলোয়াড়েরা।

এদেশে কোনো ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই ব্যাডমিন্টনে। গত নভেম্বরে বাংলাদেশ শেষ আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজে খেলেছিল নেপালে। আর এখন এই সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ায় ক্ষুব্ধ খেলোয়াড়রা ।

(এম আর / ৯ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)