লুইস তাণ্ডবে ভারতের শোচনীয় হার
বিনিয়োগবার্তা ডেস্ক: সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে এভিন লুইসের অপরাজিত সেঞ্চুরিতে ভারতকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯০ রানের ফাইটিং স্কোর গড়ে ভারত।
দলের পক্ষে দিনেশ কার্তিক ৪৮, রিশাব পান্ত ৩৮, বিরাট কোহলি ৩৯ ও শিখর ধাওয়ান করেন ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন জেরম টেইলর ও কেসরিক উইলিয়ামস।
জয়ের জন্য ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৮২ রানে ব্যক্তিগত ১৮ রান করে ফেরেন ক্রিস গেইল। কুলদিপ যাদবের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দেন গেইল।
এরপর মারলন স্যামুয়েলসকে সঙ্গে নিয়ে মারমুখী ব্যাটিংয়ে ৯ উইকেট ও ৯ বল হাতে রেখেই দলকে বিশাল জয় এনে দেন এভিন লুইস।
লুইস ৬২ বলে ১২৫ রান করেন। ঝড়ো এ ইনিংসে ১২টি ৬ ও ৬টি ৪ মারেন তিনি। অন্যদিকে স্যামুয়েলস ২৯ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।
ওয়স্টে ইন্ডিজ দল: কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মার্লন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়াল্টন (উইকেট রক্ষক), কিয়েরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, সুনীল নারাইন, স্যামুয়েল বদ্রি, জেরম টেলর, কেসরিক উইলিয়ামস।
ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেট রক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৯০/৬ (২০ ওভার)
ওয়স্টে ইন্ডিজ: ১৯৪/১ (১৮.৩ ওভার)
ফলাফল: ওয়েস্টে ইন্ডিজ ৯ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: এভিন লুইস (৬২ বলে ১২৫*)
(এমআইআর/ ১০ জুলাই ২০১৭)