London amar ekushey

ভাষা শহীদদের প্রতি লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি শিক্ষার্থীদের শ্রদ্ধা

লন্ডন (যুক্তরাজ্য)  প্রতিনিধি: মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডনের আলতাব আলী পার্কের শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীর শিক্ষার্থীরা।

প্রচন্ড বৃষ্টির মধ্যেও স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও স্টাফরা সকালে শহীদ মিনারে এসে হাজির হন। তারা সেখানে এক মিনিটের নীরবতা পালন করেন।

প্রিন্সিপাল আশিদ আলী এ সময় শিক্ষার্থীদের বাংলা ভাষার ইতিহাস, ২১ ফেব্রুয়ারির চেতনা এবং বাংলাকে রাস্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন ভাষা সৈনিকরা তা তুলে ধরেন।

প্রিন্সিপাল আশিদ আলী অমর একুশেকে বিশ্ব সম্প্রদায়কে বাঙালিদের দেওয়া এক অনন্য উপহার হিসেবে উল্লেখ করে বলেন, ভাষার জন্যে বাংলাদেশীদের আত্মত্যাগ প্রতিটি জাতিগোষ্ঠীকে নিজ ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলেছে বলেই অমর একুশে আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি বলেন, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার এখন শুধু বাঙালির ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভই নয়, বহুজাতিক ব্রিটিশ সমাজে এটি এখন মাতৃভাষা প্রেমিকদের অত্যন্ত আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে। এ সময় তিনি বায়ান্নর মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)