Embassador Changing in 20 Country

২০ দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত বদল হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বাংলাদেশের ২০টি দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে। এসব দেশের বর্তমান রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলা হয়েছে।

মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

উপ-প্রেস সচিব বলেন, কূটনীতিকদের পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর সুপারিশও বিবেচনায় নেয়া হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে চলে যাবেন। তাদের রিকল করা হয়েছে। প্রায় ২০টি দেশের মতো রাষ্ট্রদূত পরিবর্তন হচ্ছে। সেই নিয়োগের উদ্যোগও এরই মধ্যে নেয়া হয়েছে। এগুলোর কিছু প্রশাসনিক বিষয় আছে, এজন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। কিন্তু এ প্রক্রিয়া চলমান আছে।

এছাড়া ১৫ বছর ধরে জনপ্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে তদন্তে গঠিত কমিটি মঙ্গলবার প্রতিবেদন জমা দিয়েছে। কমিটি ৭৬৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছে। এ বিষয়ে সরকার পর্যালোচনা করবে বলে জানান আবুল কালাম আজাদ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)