ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে
নিজস্ব প্রতিবেদক: বছরের প্রথম মাস জানুয়ারির চেয়েও ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বা প্রবাসী আয় বেড়েছে। গত মাসে প্রবাসী বাংলাদেশীরা ২১৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ৪ লাখ ডলার।
সে হিসাবে এক বছরের আগের একই মাসের তুলনায় গত ফেব্রুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৪৬ শতাংশ। আর চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫০৬ কোটি ৬৬ লাখ বা ১৫ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা ১৪ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৫২ শতাংশ।
বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমকে ২০২৩ সালে রেকর্ড ১৩ লাখ ৫ হাজার ৪৫৩ জন বাংলাদেশী জীবিকার সন্ধানে অভিবাসী হয়েছেন। এর আগে ২০২২ সালে অভিবাসী বাংলাদেশীর সংখ্যা ছিল ১১ লাখ ৩৫ হাজার ৮৭৩ জন। অর্থাৎ গত দুই বছরে ২৪ লাখের বেশি বাংলাদেশী কাজের উদ্দেশ্যে বিদেশ গেলেও রেমিট্যান্স সে অনুপাতে বাড়েনি।
চলতি অর্থবছরের শুরুর দিকে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় বিপর্যয় হয়েছিল। বিশেষ করে গত আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৬০ কোটি ডলার। আর সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ ১৩৩ কোটি ডলারে নেমে যায়। মূলত ডলারের বিনিময় হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কঠোর হওয়ায় রেমিট্যান্সে বড় পতন হয়। আর কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার নিয়ে উদার হলে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ফিরে আসে।
বিনিয়োগবার্তা/এসএএম//