যুক্তরাষ্ট্রে ‘বাংলা ১৪৩১ বর্ষবরণ’

যুক্তরাষ্ট্রে ‘বাংলা ১৪৩১ বর্ষবরণ’

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্টের নিউইয়র্ক ও জ্যাকসন হাইটসে বাংলা ১৪৩১ বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে গত শনি ও রবিবার সহস্ত্রকন্ঠে পহেলা বৈশাখ উদযাপনে অংশ নেয় যুক্তরাষ্ট্রের নানা প্রান্তের বসবাসকারি বাঙালিরা।

শনিবার নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হয় বাঙালি বর্ষবরণ উৎসবের। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মূল ধারার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মো নাজমুল হুদা, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার-সহ প্রবাসী বাঙালিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন রবিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয় রমনা বটমূলের আদলে অজস্ত্র কন্ঠে বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও দিনব্যাপী বৈশাখী মেলার।

চিরায়ত বাংলার বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী পার্বতী বাউল, মমতাজ বেগম প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)