যুক্তরাজ্য

যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা ঋষি সুনাকের

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক চলতি বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

স্থানীয় সময় বুধবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এ ঘোষণা দেন তিনি। খবর:বিবিসি। 

১০ নম্বর ডাউনিং ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে প্রবল বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী জানান, সংসদ ভেঙে দেয়ার অনুরোধ জানাতে রাজার সঙ্গে দেখা করেছেন তিনি। রাজা অনুরোধ মঞ্জুর করেছেন। আগামী ৪ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিস্ময়কর এ ঘোষণাটি এমন এক সময়ে দেয়া হলো, যখন লেবার পার্টি প্রায় ২০ পয়েন্টে এগিয়ে আছে। 

জাতির উদ্দেশে এক সমাবেশে ঋষি সুনাক বলেন, ব্রিটেনের ভিত্তিকে আরো বেশি নিরাপদ ও ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে আপনি কাকে এবং কীভাবে বিশ্বাস করবেন?

গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এ মুহূর্তে তাদের জনসমর্থন তলানিতে রয়েছে। ধারণা করা হচ্ছে, ৪ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে ব্রিটেনে ফের আসতে যাচ্ছে লেবার পার্টির শাসন।সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। এছাড়া ভোটারদের আশ্বস্ত করেন তাকে যদি ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে তিনি ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন।

এদিকে নতুন নির্বাচনের মাধ্যমে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে লেবার পার্টির নেতা কেইর স্টারমারের।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)