Weekly Market

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে সূচকের সাথে কমেছে বাজার মূলধন ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। সপ্তাহজুড়ে ৪৮ হাজার ৭৫৭ কোটি ৮৪ লাখ টাকা বা ৬.৯৫ শতাংশ বাজার মূলধন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ১ হাজার ৮২৪ কোটি ৫৬ লাখ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৭২ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪৮ হাজার ৭৫৭ কোটি ৮৪ লাখ টাকা কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭০ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৮২১ কোটি ৪১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৭৫১ কোটি ৩৯ লাখ টাকা কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৫২ পয়েন্ট এবং ডিএসই- ৩০ সূচক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২১২ পয়েন্টে এবং ১ হাজার ৯৭৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৩৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার ও ইউনিট দর।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)