ঘোষিত সময়ের আগেই আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ৮

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : স্যামসাং গ্যালাক্সি নোট ৮ ফ্ল্যাগশিপ বাজারে আনছে পূর্বের ঘোষিত সময়ের আগেই ।গ্যালাক্সি নোট ৮ দিয়ে টক্কর দিতে চায় আইফোন ৮ কে।

আগামী ২৩ আগস্টের মধ্যে ফোনটি বাজারে আনার ঘোষণা আসতে পারে বলে কোরিয়ান সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

স্যামসাংয়ের এক কর্মকর্তা ফোনটি বাজারে আনার এমন ঘোষণার কথা জানান।

তিনি বলেন, সেই ঘোষণাতেই বলা হতে পারে গ্যালাক্সি নোট ৮ ফ্ল্যাগশিপ বাজারে আসবে সেপ্টেম্বরের প্রথম দিকেই। এর আগের ঘোষণায় বলা হয়েছিল, সেপ্টেম্বরের মাঝামাঝিতে ফোনটি বাজারে আসবে।

সাধারন মানুষ ও প্রযুক্তিবিদরা মনে করছেন, অ্যাপল যেহেতু তাদের আইফোন ৮ সেপ্টেম্বরের মাঝামাঝিতে বাজারে আনার কথা জানিয়েছে। তাই অ্যাপলকে টক্কর দিতে বাজারে ব্যবসা করতে স্যামসাং তাদের আগেই গ্যালাক্সি নোট ৮ বাজারে ছাড়বে ।

(এম আর / ১৬ জুলাই, ২০১৭)


Comment As:

Comment (0)