Rangamati Tourist Starting

স্বাভাবিক হলো রাঙামাটির পর্যটক ভ্রমণ

জেলা প্রতিনিধি: স্বাভাবিক হলো রাঙ্গামাটির পর্যটন ভ্রমণ। পার্বত্য অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটক ভ্রমণে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে।

আগামী শুক্রবার (১ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত অনুযায়ী রাঙামাটির সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ করা যাবে।

বুধবার (৩০ অক্টোবর) নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এদিকে, নভেম্বর মাসে হোটেল মোটেলে ৩০ ভাগ ছাড়ের ঘোষণা দিয়েছেন রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সেলিম।

গত মাসের ১৮ তারিখ থেকে পাহাড়ে সহিংসতার জেরে তিন দফায় ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। পরে পাহাড়ের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে তিন পার্বত্য জেলায় ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানায় স্থানীয় প্রশাসন। 
 
বিনিয়োগবার্তা/এমএসএইচ/ডিএফই//


Comment As:

Comment (0)