পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে সরকার: উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক: আগামী দুই বছরে সরকারিভাবে অন্তত ৫ লাখ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নেয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণরা স্বাধীনতার জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। নতুন দেশ গঠনে তরুণরাই মূল চালিকাশক্তি।
তিনি বলেন, তরুণদের নিয়ে শুধু বাংলাদেশের মানুষই নয়, সমগ্র বিশ্ব নতুন করে ভাবছে। কারণ বাংলাদেশের তরুণরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীকে একটি নতুন পথ দেখিয়েছে। এখন পুরো পৃথিবী অপেক্ষা করছে, তরুণরা বাংলাদেশকে কোথায় নিয়ে যায়।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিনিয়োগবার্তা/ডিএফই//