ঢাকা ইপিজেডে খুলল ২ ফ্যাক্টরি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইপিজেডের পুরাতন জোনে অবস্থিত একই মালিকানাধীন (হংকং) সাউথ চায়না ব্লিচিং এন্ড ডাইং লিমিটেড এবং গোল্ডটেক্স লিমিটেড ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে ফ্যাক্টরি দুটি খুলে দেওয়া হয়।
জানা যায়, গত ২ নভেম্বর ফ্যাক্টরির স্টাফ ও শ্রমিকদের মধ্যে মারধরের ঘটনায় ফ্যাক্টরি দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। বুধবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে ফ্যাক্টরি দুটি খুলে দেওয়া হয়। বর্তমানে দুটি ফ্যাক্টরিতে উৎপাদন চালু আছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বলে জানা যায়।
বিনিয়োগবার্তা/ডিএফই//