advisory board

বাংলাদেশ-ইথিওপিয়া প্রস্তাবিত চুক্তির খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ইথিওপিয়া ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও সেবা/সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড়া একে অপরের দেশে প্রবেশের অনুমোদন শীর্ষক চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের ১২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

খসড়া চুক্তিতে মোট ৮টি আর্টিকেল রয়েছে। এটি স্বাক্ষরিত হলে উভয় দেশের কূটনৈতিক এবং সার্ভিস/অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়াই অপরপক্ষের ভূখণ্ডে প্রবেশ, ট্রানজিট, অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ থেকে অনধিক ৯০ (নব্বই) দিনের জন্য পারস্পরিক ভ্রমণ করতে পারবেন।

চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। তবে ৯০ (নব্বই) দিনের লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে যেকোনো পক্ষ চুক্তির অবসান ঘটাতে পারবে। বাংলাদেশ ও ইথিওপিয়া সরকারের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, শ্রমবাজার সম্প্রসারণ ও পারস্পরিক সম্পর্ক অধিক জোরদার করার জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজ হবে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)