সমুদ্রপথে অবৈধ গমনকারী বাংলাদেশীদের প্রত্যর্পণে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি
নিজস্ব প্রতিবেদক: সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় গমনকারী বাংলাদেশীদের দ্রুত প্রত্যাবর্তনের জন্য দেশটির সঙ্গে চুক্তি করেছে সরকার।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বাংলাদেশের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। অস্ট্রেলিয়ার পক্ষে স্বাক্ষর করেন অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ চুক্তি অবৈধ অভিবাসন ও মানব পাচার মোকাবেলায় আমাদের চলমান প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে, যা দুই দেশের মধ্যে শক্তিশালী ও স্থায়ী অংশীদারত্বকে আরো শক্তিশালী করবে। অবৈধ অভিবাসন ও মানব পাচার গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি করে এবং নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের নীতিগুলোকে বিপন্ন করে। এ সমস্যাগুলো অসংখ্য জীবনকেই বিপন্ন করে না বরং দক্ষতাভিত্তিক এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ার জন্যও হুমকিস্বরূপ।’
ঢাকায় ভিসা আবেদন প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিনিয়োগবার্তা/এসএএম//