Dhaka Mymensingha Road Blocked by Garments Worker

২৪ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি: গাজীপুরে টানা প্রায় ২৪ ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন সড়কে। অনেক যানবাহন ১৫-২০ ঘণ্টা ধরে রাস্তায় আটকা পড়ে আছে।

বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে রবিবার (১০ নভেম্বর) সকালেও অবরোধ অব্যাহত রয়েছে। শনিবার দুপুর থেকে অবরোধ সরিয়ে নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার শ্রমিকদের আশ্বস্ত করলেও সারা রাত তাদের অবরোধ অব্যাহত রাখেন। পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কোনও আশ্বাস ও কথাই শুনতে নারাজ শ্রমিকরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কেই অবস্থানের পক্ষে অনড় তারা।

রবিবার ভোরে অবরোধস্থল কলম্বিয়া এলাকায় গেলে দেখা যায় শ্রমিকরা লাঠিসোঁটা হাতে নিয়ে সড়কের উভয়পাশে অবস্থান নিয়েছেন। দুই পাশের কয়েকটি বাস ও ট্রাক আড়াআড়িভাবে রেখে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছেন। অটোরিকশা ও মোটরসাইকেলও চলাচল করতে দিচ্ছেন না আন্দোলনরত শ্রমিকরা।

শ্রমিকরা জানান, টিএনজেড গ্রুপের পাঁচ কারখানা ১২০০ শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে। বাধ্য হয়ে তারা টানা এ আন্দোলন করছেন। বকেয়া বেতন নিয়েই তারা ঘরে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দফায় দফায় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু শ্রমিকরা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ, উত্তর) নাজির আহমেদ বলেন, ‘আমরা এ পর্যন্ত ১০ থেকে ১২ বার শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত তাদের বকেয়া আদায়ের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু অতীতে মালিকপক্ষ কথা রাখেনি এমন অভিযোগ তুলে শ্রমিকরা প্রথমে বলেছিল দুপুর ২টায় অবরোধ তুলে নেবে। পরে বলেছিল বিকাল পাঁচটায়, কিন্তু তারা অবরোধ তুলে নেয়নি। তারপরও আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তারা কোনও আশ্বাস মানতে রাজি হচ্ছে না।’  

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)