Highway Blocked again

ফের মহাসড়ক অবরোধ শ্রমিকদের

জেলা প্রতিনিধি: টিএনজেড কারখানার পর এবার রাস্তায় নেমে এলেন টেক্স নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় তারা অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ করা গেছে।

জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ‘অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।’

প্রসঙ্গত, এর আগে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টানা ৬০ ঘণ্টা অবরোধ করেছিলেন টিএনজেড কারখানার শ্রমিকরা। নভেম্বরে দুই মাসের বেতন পাওয়ার শর্তে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)