Foreign Embassy in BD

দেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস স্থাপনের দাবি

নিজস্ব প্রতিবেদক: ভিসার ভোগান্তি এড়াতে বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস অথবা মিশন স্থাপনের দাবি জানিয়েছে ইউরোপ গমনেচ্ছু ভিসাপ্রত্যাশী ঐক্য পরিষদ।

শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

ভিসা প্রত্যাশীরা বলেন, দিল্লিতে অবস্থিত ইউরোপীয় দূতাবাস ও কনস্যুলেটগুলোতে বাংলাদেশের নাগরিকরা সময়মতো অ্যাপয়েন্টমেন্ট পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। সঠিক নথিপত্র থাকার পরও ভ্রমণের জন্য ভারত ভিসা প্রত্যাখ্যান করছে, যার জন্য ভিসা আবেদন করে কনস্যুলার সেবা পেতে সময় লাগছে।

একইভাবে নেপালে অবস্থিত বিভিন্ন দূতাবাসে ভিসার আবেদনের জন্য বিভিন্ন সময় কারণ ছাড়াই অফলোড করা হয় জানিয়ে ইউরোপগামীরা জানান, এতে অনেকেই ভিসা আবেদনে ব্যর্থ হচ্ছেন। আবার উল্লেখিত স্থানগুলোতে যাওয়ার জন্য অতিরিক্ত সময়, ভ্রমণ ব্যয়, হোটেল খরচ এবং আনুষঙ্গিক বিভিন্ন সমস্যার কারণে ভিসা আবেদনকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা বলেন, ‘আমরা চাই দেশের টাকা দেশে থাকুক। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব। তারা চাইলে দেশে এসব দেশের মিশন স্থাপন করতে পারেন।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউরোপগামী ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের সদস্যসচিব মেহেদী হাসান আশিক, যুগ্ম আহ্বায়ক সামস মান্না, মীর মুরাদ প্রমুখ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)