Residential College admission on Merit Basis

রেসিডেনসিয়াল কলেজ

পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল লটারি নয়, পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে রাজধানীর আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এতে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

রোববার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তারা কলেজে থেকে বেরিয়ে আসেন। এরপর আসাদগেট এলাকায় গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, করোনাভাইরাস পরিস্থিতিতে লটারি চালু করা হয়েছিল। সেই পরিস্থিতি এখন আর নেই। তারপরও কয়েক বছর ধরে লটারির ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলে আসছে। মেধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই লটারি প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে  ভর্তির দাবি তাদের।

তারা আরও বলেন, বিশেষ করে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে খুব দ্রুত পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে মেধার মূল্যায়ন করতে হবে। দাবি আদায় না হলে সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কলেজ কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বানও জানানো হয়। তারপরও কলেজ থেকে বেরিয়ে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)