বিবিসিসিআই লন্ডন রিজিওনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত
লন্ডন (যুক্তরাজ্য) থেকে শামীম আল মাসুদ: যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়িদের সর্ববৃহৎ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) লন্ডন রিজিওনের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের ড্রিম বেনকুইট হলে অনাড়ম্বর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
বিবিসিসিআই লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট মো: মনির আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, যুক্তরাজ্যের উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্লাটফর্ম বিবিসিসিআই। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এ অঞ্চলের ব্যবসায়িদের স্বার্থ রক্ষায় নিরলস কাজ করে চলেছে। সংগঠনটিকে আরও বড় সংগঠনে পরিনত করতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
সভায় অনান্যের মধ্যে বিবিসিসিআই'র সভাপতি মো: রফিক হায়দার, সাবেক সভাপতি বশির আহমেদ, সাবেক সভাপতি ফারুখ বখত, পরিচারক (অর্থ) হেলাল উদ্দিন খান, পরিচালক মো: মাহতাব মিয়া, পরিচালক আবুল কালাম আজাদ, পরিচালক শাহেনুর খান, ভাইস প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, ডেপুটি ডাইরেক্টর জেনারেল এমদাদ আহমেদ, ব্রিকলেন ব্যবসায়ি সমিতির সভাপতি মো: গুলজার খানসহ বিবিসিসিআইর সদস্যবৃন্দ ও লন্ডনের বিভিন্ন সেক্টরের খ্যাতনামা ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসিসিআই লন্ডন রিজিওনের সাধারন সম্পাদক শামসুল আরেফিন।
বিনিয়োগবার্তা/শামীম/