UK BNP President Election Meeting

যুক্তরাজ্য বিএনপির সভাপতির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকের আয়োজনে দক্ষিণ সুরমা তথা সিলেটের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি এম এ মালিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে অংশগ্রহনের উদ্দেশ্যে ইউকেতে ১ম নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কভেন্ট্রীতে এক কমিউনিটি হলে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকের সভাপতি জমিরুল ইসলাম সিরাজ, সভা পরিচালনা করেন মেহরাব উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন কয়েছ চৌধুরী।

এম এ মালিককে পূর্ণ সহযোগীতার অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ মোস্তফা, পংকি তালুকদার, হীরন মিয়া, কে আর জসিম, কাজী মনি, আতাউর রহমান, জমশেদ আলী, মোহাম্মদ আমিন, আশিক আলী, জমিউল ইসলাম জামিল, রাজা মিয়া, শামিমুর রহমান জামিল, শাহ মাহবুব, ইমাম উদ্দিন, আব্দুল আলিম ও কামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)