৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় (পিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৩৯৭ জন। আগের ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে লিখিত পরীক্ষার সুযোগ পেয়েছেন আরো ১০ হাজার ৭৫৯ জন। বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৬ এপ্রিল ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় ৪৬তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট। প্রিলিমিনারির প্রথম ফলাফল প্রকাশ হয় গত ৯ মে। সেখানে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। তবে সম্ভাব্য বৈষম্য এড়াতে আরো সমসংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী আগের উত্তীর্ণদের পাশাপাশি আরো ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করা হলো।
বিনিয়োগবার্তা/ডিএফই//