Lowest Temperature in Panchagar

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে কনকনে শীতে দুর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষের। দু’দিনের ব্যবধানে কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। তবে সকাল ৮টার পর সূর্যের মুখ দেখা গেছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুদিন ধরে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

শনি ও রোববার দিনের (সর্বোচ্চ) তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে ঘন কুয়াশা কাটলেও দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুদিন ধরে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।
 
বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)