11th BPL Starts

একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হচ্ছে সোমবার। সাত দলের এ আসরে আজ বেলা দেড়টায় উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে নতুন নামে আসা দুর্বার রাজশাহী। সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবর্তন আসে ক্রিকেট বোর্ডেও। ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন বোর্ড প্রতিশ্রুতি দিয়েছিল এবার বিপিএলে নতুনত্ব আনার। যদিও তেমন আলাদা কিছু চোখে পড়েনি এখনো। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের চোখেও এবারের আসরকে মনে হচ্ছে আগেরগুলোর মতোই। স্রেফ কয়েকটি কনসার্ট ছাড়া এখন পর্যন্ত অন্য রকম কিছু চোখে পড়েনি তার।

রোববার সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমি সত্যি কথা বলতে, অন্য রকম কিছু দেখিনি, কনসার্টগুলো ছাড়া। আমার কাছে মনে হয়, অন্য রকম বিপিএল যদি আমাদের করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। আমাদের টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে নয়। বিপিএল পরিবর্তন করতে চাইলে টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন, এতেই কেবল বদলাতে পারে টুর্নামেন্ট।’

আজ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলের প্রথম পর্ব হবে ঢাকায়। এরপর ৬-১৩ জানুয়ারি সিলেটে দ্বিতীয় পর্ব, ১৬-২৩ জানুয়ারি চট্টগ্রামে তৃতীয় পর্ব ও ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ফাইনাল পর্যন্ত খেলাগুলো ঢাকায় অনুষ্ঠিত হবে।

বিপিএলে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টিকিটের দাম গতকাল জানিয়ে দেয়া হয়েছে। গ্র্যান্ডস্ট্যান্ড ২ হাজার টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি উত্তর ১ হাজার ও দক্ষিণ ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ (করপোরেট ব্লক) ১ হাজার, ক্লাব হাউজ (দক্ষিণ) ৫০০, ক্লাব হাউজ (নর্থ) ৫০০, দক্ষিণ গ্যালারি ৩০০, উত্তর গ্যালারি ৩০০ ও পূর্ব গ্যালারি ২০০ টাকা।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)