M A Aziz Stadium for BAFUFE for 25 Yrs

২৫ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম বাফুফের

ডেস্ক রিপোর্ট: একটি আন্তর্জাতিক মানের ফুটবল কমপ্লেক্স করতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য লিজ চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ আবেদনের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা কিছুদিন আগে বলেছিলেন, ১০ বছরের জন্য এই স্টেডিয়াম ফুটবলকে বরাদ্দ দেওয়া হচ্ছে।

তবে বাফুফে ২৫ বছরের জন্যই স্টেডিয়াম পাওয়ার চেষ্টা করে আসছিল। শেষ পর্যন্ত স্টেডিয়ামের মালিক জাতীয় ক্রীড়া পরিষদ (বৃহস্পতিবার) ২৫ বছরের জন্যই বাফুফেকে এমএ আজিজ স্টেডিয়াম লিজ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) মাহবুব মোরশেদ সোহেল সই করা এক আদেশপত্রে বাফুফেকে ২৫ বছরের জন্য লিজ দেওয়ার পাশাপাশি ১২টি শর্ত দিয়েছে।

বাফুফে স্টেডিয়াম কাগজ-কলমে পাওয়ায় এখন ফিফার কাছে কমপ্লেক্স নির্মাণের জন্য প্রয়োজনীয় চাহিদাপত্র দিতে পারবে। কমপক্ষে ২০ বছরের জন্য স্টেডিয়াম বরাদ্দ না পেলে ফিফার অর্থায়ন পাওয়া যেতো না। এখন বাফুফে তাদের চাওয়া অনুযায়ী ২৫ বছরের জন্যই স্টেডিয়াম পেলো।

এমএ আজিজ স্টেডিয়ামের মাঠের মাঝে ক্রিকেট পিচ আছে। এক সময় এখানে ফুটবল বেশ জমতো। ক্রিকেটের সঙ্গে ভাগাভাগি করেই ফুটবল ব্যবহার করতো দেশের অন্যতম পুরাতন এই ভেন্যু। এখন বাফুফে এককভাবে এই স্টেডিয়াম ব্যবহার করবে। নিজেদের মতো করে তারা সাজিয়ে নিতে পারবে ফুটবলের জন্য। আগামী ২৫ বছর এখানে আর ক্রিকেট হওয়ার সম্ভাবনা নেই।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)