Prime Bank New Year Cup Golf Prize

প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মঙ্গলবার আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘৩য় প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট- ২০২৪’ এর পুরস্কার বিতরণ করেন। 

এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ২৫ ডিসেম্বর থেকে ৪দিন ব্যাপি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এ সময় মিরপুর সেনানিবাস ন্যাশনাল ডিফেন্স কলেজের চেয়ারম্যান ও আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, প্রাইম ব্যাংক পিএলসি’র তানজিল চৌধুরী, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ আহমেদ আলী, আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম এবং আর্মি গলফ ক্লাবের পরিচালক (অপারেশনস্ এন্ড স্পোর্টস্) লে. কর্নেল (অব.) মো. গোলাম মনজুর সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত ৫টি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো-রেগুলার, ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে ৭৭৪ জন গলফার অংশগ্রহণ করেছেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। 

ওই টুর্নামেন্টে কমান্ডার মো. আসাদুজ্জামান নুর ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনার ব্রিগে. জেনা. (অব.) ডা. আব্দুস শহিদ খান, সিনিয়র উইনার. ব্রিগে. জেনা. (অব.) মো. আহসান হাবিব, লেডি উইনার হাফিজা ইমাদ এবং জুনিয়র উইনার মাস্টার খান ফারহান আহমেদ পুরস্কার লাভ করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)