Primary and Public Education Ministry1

প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন শুরু ২০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা বা থানা (একই উপজেলা/থানার ভেতর) অনলাইন বদলি কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে এ বদলি চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা বা থানা অনলাইন বদলি কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি ও শর্তগুলো প্রতিপালনপূর্বক চলমান থাকবে।

>> ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন।

>> ২৫ জানুয়ারি প্রধান শিক্ষকের মাধ্যমে সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্নকরণ।

>> ২৬ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই সম্পন্নকরণ।

>> ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই ও অগ্রায়নপত্র সম্পন্নকরণ।

>> ৪ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্নকরণ হবে।

বদলির শর্তগুলো
১. শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের ১০ অক্টোবর জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়নপত্র করবেন।

৩. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাই করে পাঠানোর পর তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়‍্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনোরকম হস্তক্ষেপের সুযোগ নেই।
 
বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)