শহিদ আসাদ দিবসে রাষ্ট্রপতির বাণী
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল ‘শহিদ আসাদ দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“শহিদ আসাদ দিবস বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্র সমাজের ১১-দফা দাবি আদায়ের মিছিলে পুলিশের গুলিতে শহিদ হন ছাত্র নেতা মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ।
আজকের এ দিনে আমি শহিদ আসাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহিদ আসাদ একটি অমর নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদ আসাদের আত্মত্যাগ ঊনসত্তরের আন্দোলনকে বেগবান করে তোলে। মুক্তিকামী মানুষ জেল-জুলুম ও নিপীড়নের ভয়কে উপেক্ষা করে স্বাধিকারের দাবিতে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় এবং গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
স্বৈরশাসক আইয়ুব ক্ষমতা ছাড়তে বাধ্য হন, পতন হয় স্বৈরশাসনের। এ গণ-অভ্যুত্থানের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহিদ আসাদের চরম আত্মদান আমাদের মুক্তি ও স্বাধীনতা সংগ্রামে যুগিয়েছে অনন্ত অনুপ্রেরণা; ২০২৪-এর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেও ছাত্র-জনতাকে করেছে প্রাণিত, যুগিয়েছে অমিত সাহস। আমার বিশ্বাস, শহিদ আসাদের আত্মত্যাগ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আমি শহিদ আসাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
বাংলাদেশ চিরজীবী হোক।”
বিনিয়োগবার্তা/ডিএফই//