মৌসুমের প্রথম ম্যাচেই মেসির গোল, ১২ শটের টাইব্রেকারে মিয়ামির জয়
খেলাধুলা ডেস্ক: নতুন বছরে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। যদিও প্রীতি ম্যাচ, কিন্তু নতুন কোচ হ্যাভিয়ের মাচেরানোর অধীনে লিওনেল মেসিরা কেমন খেলেন সেটি ছিল দেখার।
হতাশ করেননি মেসিরা। ক্লাব আমেরিকার সঙ্গে দুর্দান্ত লড়াই ২-২ সমতা থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি।
ম্যাচে অবশ্য দাপট দেখিয়েছে ক্লাব আমেরিকাই। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি মিয়ামির দ্বিগুণ শট নেয় দলটি। ৩১ মিনিটে তাদের এগিয়ে দেন হেনরি মার্টিন।
তবে দলকে সমতায় ফেরাতে সময় নেননি মেসি। তিন মিনিট পরই সুয়ারেজের ভাসানো বলে গোলপোস্টের কাছ থেকে মাথা ছুঁইয়ে গোল করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।
২০২৫ সালে এটি মেসির প্রথম গোল, ইন্টার মিয়ামির হয়ে ৩৫তম। ক্লাব ক্যারিয়ারে ৭৩৯ এবং সিনিয়র ক্যারিয়ারে আর্জেন্টাইন খুদেরাজের ৮৫১তম গোল ছিল এটি।
৫২ মিনিটে ইসরায়েল রেইসের গোলে ফের এগিয়ে যায় ক্লাব আমেরিকা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এসে মিয়ামিকে বাঁচান টমাস আভিলেস। ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়।
এরপর টাইব্রেকারে দুই দল মিলিয়ে ১২টি শট নিয়েছে, গোল হয়েছে মোটে ৫টি। সেখানে ইন্টার মিয়ামি ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//